তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মধ্যপ্রাচ্যের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন, যা প্রতিবন্ধকতার পরিবর্তে পারস্পরিক বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো একক শক্তির আধিপত্য নয়, কেবল অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক সহযোগিতার মাধ্যমেই স্থায়ী স্থিতিশীলতা অর্জন করা সম্ভব।
বৃহস্পতিবার সম্প্রচারিত আল জাজিরাকে দেয় সাক্ষাৎকারে ফিদান বলেন, উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতার প্রধান বাধা হলো ‘রাষ্ট্রগুলোর মধ্যে আস্থার অভাব’।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুলনা করে ফিদান বলেন, আঞ্চলিক দেশগুলোও দায়িত্বশীলভাবে একত্রিত হতে পারে। বলেন, ‘দেখুন ইউরোপীয় ইউনিয়ন কীভাবে শুরু থেকে আজ পর্যন্ত টিকে আছে। আমরা কেন পারব না?’
সৌদি আরব-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি এবং তুরস্কের সম্ভাব্য অংশগ্রহণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে ফিদান বলেন, ‘এই অঞ্চলে যেকোনো চুক্তি আরো অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত।’ বলেন, কতগুলো নীতি মেনে চলতে পারলে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা অনুসরণ করা যেতে পারে। ফিদান বলেন, ‘সেখানে কারো একক আধিপত্য থাকবে না, তুর্কি আধিপত্য নয়, আরব আধিপত্য নয়, ফার্সি আধিপত্য নয়, অন্য কোনো আধিপত্য নয়।’
সিরিয়ার বিষয়ে তিনি বলেন, সিরিয়ায় যুদ্ধবিরতি প্রক্রিয়া সহজতর করার জন্য তুরস্ক যথাসাধ্য চেষ্টা করছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরান নিয়ে উত্তেজনা: যুক্তরাষ্ট্র সফরে ইসরাইল-সৌদি প্রতিনিধিরা