আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে হামলার বিরোধী তুরস্ক: ফিদান

আমার দেশ অনলাইন

ইরানে হামলার বিরোধী তুরস্ক: ফিদান
ছবি: আল জাজিরা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, আংকারা ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক হস্তক্ষেপের বিরোধী। বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই দেশটির জনগণ শান্তিপূর্ণভাবে ইরানের সমস্যার সামধান করবে বলে আশাবাদী তিনি। শুক্রবার ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান এ কথা বলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ফিদান বলেন, ‘আমরা সব সময় বলে আসছি, তুরস্ক ইরানে হামলার বিরোধী। আমরা আশা করি, ইরানের অভ্যন্তরীণ সমস্যাগুলো কোনো বহিরাগত হস্তক্ষেপ ছাড়াই ইরানের জনগণ শান্তিপূর্ণভাবে সমাধান করবে।’

বিজ্ঞাপন

আব্বাস আরাগচি বলেন, ইরান ‘ন্যায্য ও সমতার ভিত্তিতে’ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত।

তিনি বলেন, ‘যদি আলোচনা ন্যায্য এবং সমতার ভিত্তিতে হয়, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান অংশগ্রহণ করতে প্রস্তুত।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘বিশাল আর্মাডা’ ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি তেহরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানানো হয়েছে।

ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যেকোনো মার্কিন হামলার জবাব ‘দ্রুত এবং ব্যাপক’ হবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন