আমার দেশ

নতুন মাইলফলকে তুরস্কের মানববিহীন ফাইটার কিজিলেলমা

আমার দেশ অনলাইন
নতুন মাইলফলকে তুরস্কের মানববিহীন ফাইটার কিজিলেলমা
ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

ফাইটার জেট ‘কিজিলেলমা’ আকাশযুদ্ধে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। দেশটির বৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কারের ঘোষণায় জানানো হয়, তুরস্কের নিজস্ব উন্নত রাডার ব্যবহার করে জেটটি প্রথমবারের মতো একটি এফ-১৬ টার্গেটে ৪৮.২ কিলোমিটার দূর থেকে লক করতে সক্ষম হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে তৈরি গোকদোগান এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে সিমুলেটেড পরীক্ষায়ও সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে।

টেকিরদাগের করলুতে একিনসি ফ্লাইট ট্রেনিং ও টেস্ট সেন্টার থেকে উড্ডয়ন করে কিজিলেলমা প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিট আকাশে অবস্থান করতে সক্ষম হয়েছে। এ সময় দুটি এফ-১৬ কিজিলেলমার সঙ্গে ফরমেশন ফ্লাইটে অংশ নেয়। যেখানে একটি কাছ থেকে যৌথ অপারেশন সক্ষমতা যাচাই করে এবং অন্যটি ‘টার্গেট এয়ারক্রাফট’ হিসেবে পরীক্ষায় অংশ নেয়।

বিজ্ঞাপন

পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রাডার, জেট এবং ক্ষেপণাস্ত্রের মধ্যে তথ্য আদান-প্রদানের সক্ষমতা। এফ-১৬ শনাক্তের পর কিজিলেলমা তাৎক্ষণিক লক্ষ্য-অবস্থান ও গতির তথ্য গোকদোগান ক্ষেপণাস্ত্রের কাছে সফলভাবে পাঠাতে সক্ষম হয়। এই ডেটা লিংকের সফল যাচাই দেখা যায় কিজিলেলমা বিইউন্ড ভিজুয়্যাল রেঞ্জ (বিভিআর)-এ আঘাত হানতে সক্ষম হয়েছে। যা ভবিষ্যৎ যুদ্ধ সক্ষমতায় বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন