আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প, চীনের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদ

আতিকুর রহমান নগরী

দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প, চীনের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদ
ছবি: বার্তা সংস্থা রয়টার্স

এশিয়া সফরের শেষ পর্যায়ে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকালে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, চীনের সঙ্গে একটি চুক্তির ব্যাপারে তিনি আশাবাদী। খবর সিএনএনের।

বুধবার এপেক শীর্ষ সম্মেলনে মধ্যাহ্নভোজে ভাষণ দেয়ার পর ট্রাম্প দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সাথে বৈঠক করবেন।

বিজ্ঞাপন

আগামী বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বহুল আলোচিত বৈঠক করবেন তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ নিয়ে আলোচনা করবেন দুই নেতা। বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীন একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবেন তারা।

ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি আমরা একটি চুক্তি করতে যাচ্ছি। এটি উভয়ের জন্যই ভালো চুক্তি হবে।’

দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য সমস্যা সমাধানের বিষয়েও আশাবাদ জানান ট্রাম্প।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...