আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, দাবি ইসরাইলি বাহিনীর

আমার দেশ অনলাইন

ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, দাবি ইসরাইলি বাহিনীর
ছবি: সংগৃহীত

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে যে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরাইলে সাইরেন বাজছে।

আইডিএফ’র বিবৃতিতে বলা হয়েছে যে, কিছুক্ষণ আগে ইরানের ভূখণ্ডের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এবং এটি প্রতিহত করতে কাজ করছে তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা পাওয়ার পর ইসরাইলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, ইরানের সামরিক অভিযান তেহরান সময় ভোর ৪টা পর্যন্ত চলেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন