আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত

আমার দেশ অনলাইন

ইসরাইলে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত
ছবি সংগৃহীত

ইসরাইলে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। স্থানীয় সময় ভোররাত তিনটার দিকে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বেরশেবা এবং আশপাশের শহরে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। শুক্রবার আল জাজিরা জানায়, বেরশেবায় কয়েকটি ভবনে ক্ষেপণাস্ত্র হা্মলা হয়েছে। হামলায় এখন পর্যন্ত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আল জাজিরা জানায়, ইসরাইলের দক্ষিণাঞ্চলের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, সেখানকার একটি প্রধান সড়কে ধোঁয়ার বিশাল কুণ্ডলী, আগুনে পুড়ে যাওয়া গাড়ি এবং জরুরি কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

তবে ক্ষেপণাস্ত্রগুলো কোথায় আঘাত হেনেছে সে বিষয়ে স্পষ্ট করে এখনো জানায়নি ইসরাইলের সেনাবাহিনী।

মধ্য ইসরাইলের চেয়ে দক্ষিণাঞ্চল অপেক্ষাকৃত কম ঘন জনবসতিপূর্ণ।

এছাড়া, ইসরাইলের উত্তরাঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে, ডেড সি অঞ্চলে ইরান থেকে ছোড়া দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের দাবি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের চালানো ধারাবাহিক ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করে চলেছে।

ড্রোন ভূপাতিত করতে কোলেশ তালেশানের কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল।

অন্যদিকে, ইরানের সামরিক ও পরমাণু অবকাঠামোতে আক্রমণ আরো জোরদার করার পরিকল্পনা করছে ইসরাইল।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন