আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রস্তাব

আমার দেশ অনলাইন

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রস্তাব

ফ্রান্স সরকার ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। সরকারের নতুন খসড়া আইনে অনলাইন নিরাপত্তা ও শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে রক্ষা করার জন্য এ পদক্ষেপ নেওয়া হবে। এটি সেপ্টেম্বরের মধ্যে কার্যকর হতে পারে।

বিজ্ঞাপন

ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এই প্রস্তাবকে সমর্থন করেছেন এবং জানুয়ারিতে সংসদে বিষয়টি নিয়ে বিতর্ক শুরুর আহ্বান জানিয়েছেন। এই পদক্ষেপের মাধ্যমে অনলাইন হয়রানি, "অনুপযুক্ত বিষয়বস্তু" এবং শিশুদের ঘুমের সমস্যা মোকাবেলা করা হবে, এমনটি সরকারের দাবি।

এছাড়া, খসড়া আইনে স্কুলে মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাও থাকবে। এতে বলা হয়েছে, শিশুরা অবাধ অনলাইন অ্যাক্সেসের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিপদ ও সাইবার হয়রানির শিকার হতে পারে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রথম দেশ হিসেবে বিশ্বে পরিচিত হয়েছে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...