২০২৩ সালের অক্টোবরে অবরুদ্ধ গাজায় ইসরাইলের গণহত্যা শুরু হওয়ার পর প্রথমবারের মতো বড়দিন উদযাপন করছে ফিলিস্তিনের খ্রিস্টান সম্প্রদায়। ইসরাইলি হামলার কারণে গাজায় বড়দিন উদযাপন গত দুই বছর বন্ধ ছিল। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
গত দুই বছর অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বড়দিনের অনুষ্ঠানগুলো হয় সীমিত পরিসরে বা পুরোপুরি বাতিল করা হয়েছিল।

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিরা বড়দিন উদযাপনের জন্য জড়ো হন চার্চ অব দ্য হলি ফ্যামিলিতে। ইসরাইলি হামলায় এই গির্জাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে এটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। সেখানেই সীমিত পরিসরে বড়দিন উদযাপন করেন তারা।
এছাড়া যিশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত বেথলেহেমে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উৎসবে অংশ নেন। তারা সান্তা ক্লজের পোশাক পরে, বাজনা বাজিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। পুরো শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

তবে উৎসবমুখর পরিবেশেও যুদ্ধের বাস্তবতা অনুপস্থিত ছিল না। ইসরাইলি সামরিক অভিযান এবং চেকপয়েন্ট অব্যাহত ছিল। ইসরাইলি বাহিনী উদযাপন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে বেথেলহেমের কাছের ধেইশেহ এবং আইদা শরণার্থী শিবির থেকে তিন যুবককে গ্রেপ্তার করে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইসরাইলের হুমকি প্রত্যাখ্যান করতে লেবাননকে হিজবুল্লাহর আহ্বান