ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার অনুরোধ করেনি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ কথা জানান।
আরাগচি স্পষ্ট করে বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি এবং তেহরানের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়ার যে দাবি করা হচ্ছে, তা ভিত্তিহীন। তিনি এসব তথ্যকে সরাসরি অস্বীকার করেন।
তবে তিনি জানান, ইরান এখনো কিছু মধ্যস্থতাকারী দেশের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। এসব দেশের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে পরামর্শ ও আলোচনা চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলোর মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি—তেহরানের বক্তব্য সে ইঙ্গিতই দিচ্ছে।
উল্লেখ্য, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদারের মধ্যেই ইরান আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে। বিমানবাহী রণতরির বহর মোতায়েনের পাশাপাশি তিনি বলেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে তেহরান একাধিকবার যোগাযোগ করেছে।
সূত্র: রয়টার্স
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

