আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজার ১৫ হাজার রোগীকে দেশের বাইরে পাঠানো জরুরি: ডব্লিউএইচও

আতিকুর রহমান নগরী

গাজার ১৫ হাজার রোগীকে দেশের বাইরে পাঠানো জরুরি: ডব্লিউএইচও
ছবি: মিডল ইস্ট মনিটর

গাজায় এখনো ১৪ হাজার ৮০০ জনের বেশি রোগীর জরুরি বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের জরুরি ভিত্তিতে অন্যদেশে স্থানান্তর করার জন্য এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব তেদ্রোস আধানোম গেব্রেয়াসুস। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, আহত রোগীদের জরুরিভিত্তিতে গাজা থেকে সরিয়ে অন্য দেশে নেওয়া প্রয়োজন। এজন্য বিভিন্ন দেশকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যাতে যুদ্ধে আহত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।

বিজ্ঞাপন

বুধবার সকালে ডব্লিউএইচও জানায়, তারা গুরুতর অসুস্থ ১৫ শিশুকে চিকিৎসার জন্য তাদের ৪২ জন সঙ্গীসহ জর্ডানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে।

তেদ্রোস বলেন, ‘গাজার রোগীদের, বিশেষ করে শিশুদের বিশেষায়িত সেবা প্রদানের জন্য আমরা জর্ডানের সরকার এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাই।’

ইসরাইলের চলমান সামরিক অভিযানে ক্রমবর্ধমান হতাহতের ঘটনা এবং চিকিৎসা সরবরাহের তীব্র ঘাটতি মোকাবেলায় হাসপাতালগুলোকে লড়াই করতে হচ্ছে। তাই গাজার স্বাস্থ্যসেবার অপ্রতুলতা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তেদ্রোস জোর দিয়ে বলেছেন, ভাবহ চিকিৎসা সংকট মোকাবেলায় আরো অনেক কিছু করা প্রয়োজন।

গাজায় ধ্বংসাত্মক হামলা ও ত্রাণ সরবরাহে অবরোধের কারণে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভ বাড়ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় ৬১ হাজরের বেশি বেশি মানুষ নিহত হয়েছেন। সামরিক অভিযান গাজা উপত্যকাকে ধ্বংস করে দিয়েছে এবং দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন