পাকিস্তানি সেনাদের হামলায় ২৩ আফগান সেনা নিহত হয়েছেন। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর দুইদিনের হামলায় চামান সীমান্তে তিনটি আফগান সামরিক চৌকি ধ্বংস হয়। পাকিস্তানের দাবি, আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে বেলুচিস্তানের চামান সেক্টরে বিনা উস্কানিতে গুলিবর্ষণ শুরু করে। খবর জিও নিউজের।
পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আফগানিস্তানের হামলা জবাব দেয় তারা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ৪৫ মিনিট ধরে থেমে থেমে সংঘর্ষ অব্যাহত ছিল।
পাকিস্তানি নিরাপত্তা বাহিনী রকেট লঞ্চার, মর্টার এবং সরাসরি গুলি চালানোর ভারী অস্ত্র ব্যবহার করে, যার ফলে তিনটি পোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
তালেবান সেনারা যেন পাল্টা জবাব দিতে না পারে সেজন্য পরে ভারী অস্ত্র মোতায়েন ও ব্যবহার করা হয়। যারমধ্যে রকেট লঞ্চার, কামান এবং গুলির ভারী অস্ত্র ছিল। এই হামলায় আফগান তালেবান সেনাদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
একটি সূত্র বলেছে, ‘সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ভূল অস্ত্র ব্যবহার করা হয়।’
প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় চলে যায় বলে দাবি করেছে সূত্রগুলো। এরপর সেখান থেকে তারা আবার গুলি ছোড়ে। এর জবাবে ওই জনবহুল এলাকাতেও ভারীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়।


সীমান্তে ফের সংঘাতে জড়াল থাইল্যান্ড-কম্বোডিয়া