শান্তির বিনিময়ে রাশিয়াকে নিজেদের ভূখণ্ড দিতে রাজি হবেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি। দ্য আটলান্টিককে দেয়া সাক্ষাৎকারে একথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
ইয়েরমাক বলেন, ‘যতক্ষণ জেলেনস্কি প্রেসিডেন্ট থাকবেন, ততক্ষণ তিনি ভূখণ্ড হস্তান্তরে স্বাক্ষর করবেন না। রাশিয়ার দখল করা ভূখণ্ড হস্তান্তর করা হবে না, এটাই কিয়েভের অবস্থান।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইয়েরমাকের এই বিবৃতি এলো। এরআগে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ক্রেমলিনের দাবি করা অঞ্চলগুলো থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার করা না হলে, তিনি যুদ্ধ বন্ধ করবেন না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি তা না করা হয়, তাহলে রুশ বাহিনী বলপ্রয়োগ করে সেগুলো দখল করবে।
রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করে এবং দখলকৃত ভূখণ্ড শান্তি প্রক্রিয়ার অন্যতম প্রধান বাধা হিসেবে রয়ে গেছে।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।
ইউক্রেনের দখল করা অঞ্চলগুলোর আইনি স্বীকৃতির জন্য পুতিন দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছেন। এর মধ্যে রয়েছে ২০১৪ সালে সংযুক্ত করা দক্ষিণ ক্রিমিয়ান উপদ্বীপ এবং পূর্ব ডনবাস অঞ্চল।
তবে ডনবাসের অংশগুলো ছেড়ে দোয়ার কথা অস্বীকার করছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে অবজ্ঞা করছে।
আরএ


ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০
ভারতীয় যুদ্ধবিমান কেনা স্থগিত করল আর্মেনিয়া