আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেপালে বাড়লো কারফিউ-বিধিনিষেধের সময়সীমা

আতিকুর রহমান নগরী

নেপালে বাড়লো কারফিউ-বিধিনিষেধের সময়সীমা
ছবি: দ্য হিমালয়ান

বিধিনিষেধ ও কারফিউয়ের সময়সীমা বাড়িয়েছে নেপালের সেনাবাহিনী। তবে জনসাধারণের চলাচলের জন্য বিধিনিষেধে কিছুটা শিথিলতা রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নিষেধাজ্ঞা বজায় থাকবে। এরপর কারফিউ জারি থাকবে শুক্রবার সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত।

বিজ্ঞাপন

তবে জনগণের সুবিধার্তে নির্দিষ্ট সময়সীমার মধ্যে চলাচলের অনুমতি দেয়া হবে।

এই বিধিনিষেধের সময় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী, গণমাধ্যম এবং খাদ্য, জ্বালানি, শাকসবজি, দুধ, পানি এবং ওষুধ পরিবহনের মতো প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে।

সরকারি অফিস, ব্যাংক এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে পারবেন। অন্যদিকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান সংস্থার যাত্রীরা তাদের বিমানের টিকিট দেখিয়ে ভ্রমণ করতে পারবেন।

নিষেধাজ্ঞার বিষয়গুলো প্রতিটি জেলার সামগ্রিক পরিস্থিতির ওপর ভিত্তি করে স্থানীয় নিরাপত্তা কমিটি নির্ধারণ করবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেইসয্গে সেনাবাহিনী যেকোন সমস্যায় নাগরিকদের নিরাপত্তা কর্মীদের সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। তারা বলছে, জননিরাপত্তা এবং মানবিক সহায়তা বজায় রাখা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করার পর নেপালের নিরাপত্তার দায়িত্ব নেয় সেনাবাহিনী।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...