আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৮.৬ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি

ইসরাইলকে এফ-১৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলকে এফ-১৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রতিরক্ষা খাতকে শক্তিশারী করতে এবার এফ-১৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সোমবার ইসরাইলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। চুক্তি অনুযায়ী ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের ২৫টি যুদ্ধবিমান সরবরাহ করবে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।

পেন্টাগন জানিয়েছে, এই চুক্তিতে ইসরাইলি বিমান বাহিনীর জন্য ২৫টি নতুন এফ-১৫ আইএ বিমানের নকশা, সংহতকরণ, যন্ত্রায়ন, পরীক্ষা, উৎপাদন এবং সরবরাহের ব্যবস্থা অন্তর্ভুক্ত। বিমান নির্মাণ হবে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে। আগামী ২০৩৫ সালের ৩১ ডিসেম্বর এসব বিমান ইসরাইলকে সরবরাহ করা হবে।

বিজ্ঞাপন

সোমবার ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়। এই সফরের সময় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন।

দুবছর আগে গাজায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে বাইডেন ও ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র ইসরাইলকে কমপক্ষে ২১.৭ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে। নিঃশর্ত অস্ত্র সহায়তার পাশাপাশি ইসরাইল বার্ষিক বিশেষ সুযোগ-সুবিধা, অতিরিক্ত যুদ্ধকালীন সম্পূরক তহবিল এবং কংগ্রেসের সীমিত তদারকি থেকে উপকৃত হয়ে আসছে। আর এই সহায়তা দিয়ে প্রতিদিন ইসরাইল হত্যা করছে নিরীহ ফিলিস্তিনিদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...