রাশিয়ার তেল কিনে যুদ্ধে অর্থায়ন করছে ভারত: ট্রাম্পের সহযোগী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১০: ৩৯
ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ইউক্রেনে মস্কোর যুদ্ধে অর্থায়ন করছে ভারত। রোববার এমন অভিযোগ করেছেন হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ সহযোগী। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

মিলার ফক্স নিউজকে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যা স্পষ্টভাবে বলেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কিনে এই যুদ্ধে অর্থায়ন করে ভারত ঠিক করছে না। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অংশীদার ভারত।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সবাই জেনে অবাক হবে, মূলত রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্ক রাখে ভারত। এটি একটি অবাক করা তথ্য।’

এসময় মিলার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন।

ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস তাৎক্ষণিকভাবে মিলারের এ অভিযোগের বিষয়ে কোন জবাব দেয়নি। ভারতীয় সরকারি সূত্র শনিবার রয়টার্সকে জানায়, মার্কিন হুমকি সত্ত্বেও নয়াদিল্লি মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখবে।

গত ১ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে মস্কো থেকে তেল কেনা দেশগুলো থেকে পণ্য আমদানির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

গত বুধবার ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কেনার জন্য ভারতকে ‘দণ্ড’ দেওয়া হবে বলেও জানান তিনি।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত