আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ

আমার দেশ অনলাইন

নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ
ছবি: ডেইলি মেইল

যুদ্বাপরাধের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থিরা। সেইসঙ্গে ইসরাইলকে সামরিক সহায়তা দেয়া বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তারা। খবরটিআরটি ওয়ার্ল্ডের

গাজায় চলমান ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন বিক্ষোভকারীরা।

বিজ্ঞাপন

স্থানীয় সময় সোমবার সমাবেশে জড়ো হতে থাকেন তারা। নেতানিয়াহুকে গ্রেপ্তারের পাশাপাশি গাজায় অবিলম্বে সাহায্য প্রবেশের সুযোগ এবং চলমান গণহত্যা বন্ধের দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা জোর দিয়ে বলেন, নেতানিয়াহুকে তার অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতের সামনে জবাবদিহি করতে হবে।

আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ নিতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। ইসরাইলি কর্মকর্তাদের আইনের মুখোমুখি করতে বাধা দেয়া বন্ধ করারও দাবি জানান তারা।

সোমবার হোয়াইট হাউজে নেতানিয়াহুর সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যৌথ সংবাদ সম্মেলন করেন দুই নেতা। গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।

এই পরিকল্পনা বাস্তবায়িত হলে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধের অবসান ঘটবে এবং সেখানে থাকা সকল জিম্মিকে মুক্তি দেয়া হবে। এ পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে হামাস।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন