
আমার দেশ অনলাইন

গাজা যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হামাস খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একমত হয়েছে। তাই তিনি মনে করেন, খুব শিগগিরই একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনা নিয়ে সোমবার থেকে মিশরে ইসরাইল ও হামাসের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আলোচনার সফলতার বিষয়ে আশাবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, হামাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে একমত হচ্ছে।
সোমবার ওভাল অফিসে তিনি সাংবাদিকদের বলেন, ‘একটি চুক্তি করার সত্যিই ভালো সম্ভাবনা রয়েছে। এটি একটি স্থায়ী চুক্তি হবে।’
গত ২৯ সেপ্টেম্বর, ট্রাম্প ২০ দফা প্রস্তাব উত্থাপণ করেন। যার মধ্যে রয়েছে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে সকল ইসরাইলি বন্দিদের মুক্তি, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্নির্মাণ। হামাস নীতিগতভাবে এই পরিকল্পনায় সম্মত হয়েছে।
ট্রাম্প আঞ্চলিক নেতাদের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন, যাকে তিনি ‘চমৎকার’ এবং ‘অত্যন্ত শক্তিশালী’ বলে অভিহিত করেছেন।
এদিকে, যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সোমবার গাজায় দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছে ১০ জন।
গত শুক্রবার থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলকে ফিলিস্তিনি ভূখণ্ডে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তা সত্ত্বেও পুরো উপত্যকাজুড়ে হামলা অব্যাহত রয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
আরএ

গাজা যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হামাস খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একমত হয়েছে। তাই তিনি মনে করেন, খুব শিগগিরই একটি চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনা নিয়ে সোমবার থেকে মিশরে ইসরাইল ও হামাসের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আলোচনার সফলতার বিষয়ে আশাবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, হামাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে একমত হচ্ছে।
সোমবার ওভাল অফিসে তিনি সাংবাদিকদের বলেন, ‘একটি চুক্তি করার সত্যিই ভালো সম্ভাবনা রয়েছে। এটি একটি স্থায়ী চুক্তি হবে।’
গত ২৯ সেপ্টেম্বর, ট্রাম্প ২০ দফা প্রস্তাব উত্থাপণ করেন। যার মধ্যে রয়েছে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে সকল ইসরাইলি বন্দিদের মুক্তি, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্নির্মাণ। হামাস নীতিগতভাবে এই পরিকল্পনায় সম্মত হয়েছে।
ট্রাম্প আঞ্চলিক নেতাদের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন, যাকে তিনি ‘চমৎকার’ এবং ‘অত্যন্ত শক্তিশালী’ বলে অভিহিত করেছেন।
এদিকে, যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সোমবার গাজায় দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছে ১০ জন।
গত শুক্রবার থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলকে ফিলিস্তিনি ভূখণ্ডে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তা সত্ত্বেও পুরো উপত্যকাজুড়ে হামলা অব্যাহত রয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
আরএ

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসাবে দাবিদার ভারতের মুসলমানরা প্রতিনিয়তই তাদের ধর্মীয় পরিচয়ের কারণে বৈষ্যমের শিকার হচ্ছেন। নাগরিকত্ব সংশোধনমূলক আইন কিংবা তুচ্ছ অভিযোগে মুসলিম পিটিয়ে হত্যা, ভারতের গণতন্ত্রকে ক্রমাগতভাবে প্রশ্ন বিদ্ধ করছে। এমতাবস্থায় ভারতকে ভন্ডামি গণতন্ত্র থেকে বের করে প্রকৃত গণ
৩১ মিনিট আগে
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩,৬৫২ জন বাসস্থান আইন লঙ্ঘনকারী, ৪,৩৯৪ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এবং ৪,৫৬৭ জন শ্রম আইন সংক্রান্ত অপরাধে জড়িত ছিলেন।
৩৬ মিনিট আগে
পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার (১৯ অক্টোবর) দোহায় অনুষ্ঠিত প্রথম দফা আলোচনার ধারাবাহিকতায় ইস্তাম্বুলে আজকের এই সংলাপে বসেছে পাকিস্তান এবং আফগানিস্তান। দোহারের আলোচনা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়
৪১ মিনিট আগে
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের বিভিন্ন শহরে মিশরীয় দূতাবাসে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা কায়রো সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তারা গাজা উপত্যকার অবরোধে ইসরাইলকে সহযোগিতা করছে। অন্যদিকে মিশর সরকার এই ঘটনাগুলিকে “গাজায় ইসরাইলি অপরাধ থেকে মনোযোগ সরানোর উদ্দেশ্যে পরিচালিত দূষিত কর্মকাণ্ড
১ ঘণ্টা আগে