গাজায় ইসরাইলি হামলায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজায় একদিনে ৫৯ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে চালানো হামলায় তাদের মৃত্যু হয়।
এছাড়া, ইসরাইলি সেনাবাহিনী গাজায় শুক্রবার রাতভর বেশ কয়েকটি হামলা চালিয়েছে। দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে হামলাও হয়েছে। সেখানে তিন নারী ও এক শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়।
এরআগে বুধবার গাজায় ইসরাইলের হামলায় একদিনে কমপক্ষে ৯৩ ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে ৩০ জন মারা যান ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। হামলায় আহত হয়েছেন আড়াই শতাধিক।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুরেজি শরণার্থী শিবিরে আবু হালু স্কুলে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে চারজন মারা যান।
এছাড়া গাজা সিটির একটি আবাসিক ভাবনে হামলায় মারা যায় আরো তিনজন।
বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরো ৯৩ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৫২ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫৮ হাজার ৬৬৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৩৯ হাজার ৯৭৪ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এতে কমপক্ষে এক হাজার ১৩৯ জন নিহত হয়। জিম্মি করা হয় দুই শতাধিক ইসরাইলিকে। এরপর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে তেলআবিব।
আরএ


ইসরাইলি হামলায় গাজায় একদিনে ৯৩ ফিলিস্তিনি নিহত