প্রযুক্তি কোম্পানির নিয়ন্ত্রণসংক্রান্ত ইস্যুতে পাঁচজন ইউরোপীয় নাগরিককে যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি এই পদক্ষেপকে ‘ভয়ভীতি প্রদর্শন’ ও ‘জবরদস্তিমূলক’ বলে আখ্যা দিয়েছেন।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ম্যাক্রোঁ বলেন, থিয়েরি ব্রেটনসহ আরও চারজন ইউরোপীয় নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে ভিসা-সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করেছে, ফ্রান্স তার নিন্দা জানাচ্ছে।
ম্যাক্রোঁর মতে, এসব সিদ্ধান্ত ইউরোপের ডিজিটাল সার্বভৌমত্বকে দুর্বল করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে এবং তা চাপ প্রয়োগের শামিল।
তিনি আরও বলেন, ইউরোপ তার ‘নিয়ন্ত্রণমূলক স্বায়ত্তশাসন’ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং এ বিষয়ে কোনো ছাড় দেবে না।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

