আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা গণহত্যায় দায়ীদের জবাবদিহি করতেই হবে: স্প্যানিশ প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন
গাজা গণহত্যায় দায়ীদের জবাবদিহি করতেই হবে: স্প্যানিশ প্রধানমন্ত্রী
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ জোড়ালো করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, যুদ্ধবিরতি বেসামরিক নাগরিকদের দুর্ভোগের অবসান ঘটাতে পারেনি। জোর দিয়ে বলেন, গাজা গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহি করতেই হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বুধবার মানবাধিকার দিবসে লা মনক্লোয়া প্রাসাদে দেয়া বক্তব্যে সানচেজ বলেন, মানবিক মর্যাদা নিঃশর্ত এবং এ নিয়ে দর কষাকষির কোনো সুযোগ নেই।

বিজ্ঞাপন

সানচেজ দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি মাদ্রিদের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। বলেন, এটিই ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের ‘একমাত্র সম্ভাব্য সমাধান’। তিনি জোর দিয়ে বলেন, গাজায় যুদ্ধবিরতি বাস্তব হওয়া উচিত, কাল্পনিক নয়। বলেন, বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে।

মাহমুদ আব্বাসের পাশে দাঁড়িয়ে সানচেজ বলেন, ‘২০২৫ সাল ফিলিস্তিনি জনগণের জন্য ভয়াবহ ছিল, গাজার দশটির মধ্যে নয়টি বাড়ি এখন বসবাসের অযোগ্য এবং হাজার হাজার জীবন ও পরিবার ধ্বংস হয়ে গেছে।’ জাতিসংঘ হিসেবে অনুযায়ী, গাজা উপত্যকাজুড়ে পাঁচ কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ‘যুদ্ধবিরতি বেসামরিক নাগরিকদের দুর্ভোগের অবসান ঘটাতে পারেনি। যুদ্ধবিরতি ঘোষণার পরেও, গাজার ফিলিস্তিনিরা এখনো আক্রমণের শিকার হচ্ছে। প্রকৃত শান্তি ন্যায়বিচারের ওপর ভিত্তি করে তৈরি হতে হবে। এই গণহত্যার জন্য দায়ীদের আজ হোক কাল হোক জবাবদিহি করতেই হবে।’

সানচেজ সবশেষে বলেন, স্পেন ও ফিলিস্তিন সবসময় হাতে হাত রেখে চলবে। মাহমুদ আব্বাস ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ায় স্পেনকে ধন্যবাদ জানান।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন