ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে স্থানান্তরের পরিকল্পনা করছে ইসরাইল, এমন দাবি করেছেন সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকির। এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ বলে অভিহত করেন তিনি। সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে সম্প্রতি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরাইল।
শনিবার আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ফিকির বলেন, ইসরাইল ফিলিস্তিনিদের স্থানান্তর এবং তাদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে, এই তথ্য নিশ্চিত করেছে সোমালিয়া।
যদি এ অভিযোগ অস্বীকার করেছে সোমালিল্যান্ড ও ইসরাইল। সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিল্যান্ড থেকে স্বাধীনতা ঘোষণা করে কিন্তু জাতিসংঘের স্বীকৃতি পায়নি।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার গত সপ্তাহে ইসরাইলের চ্যানেল ১৪-কে বলেছিলেন যে ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিল্যান্ডে স্থানান্তর চুক্তির অংশ ছিল না।
তিনি বলেন, ‘আমি মনে করি রাজনীতি, নিরাপত্তা, উন্নয়ন এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের অনেক বিষয় রয়েছে যা আমরা সোমালিল্যান্ডের সঙ্গে এগিয়ে গিয়ে নেব। তবে আমি বলতে পারি এটি আমাদের চুক্তির অংশ নয়।’
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেও ইরানে বিক্ষোভ অব্যাহত