ইউক্রেনে দায়িত্ব পালনকালে ফরাসি ফটোসাংবাদিক অ্যান্টনি লালিকান ড্রোন হামলায় নিহত হয়েছেন। সংবাদ সংস্থা হ্যান্স লুকাসের হয়ে কাজ করা এই সাংবাদিক শুক্রবার ভোরে এক হামলায় নিহত হন। সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ইউরোপিয়ান সংবাদিক সংগঠনের তথ্যমতে, এ হামলায় হিওরগি ইভানচেঙ্কো নামে ইউক্রেনের এক সাংবাদিক আহত হন। লালিকান পুরস্কারপ্রাপ্ত ফটোসাংবাদিক, যিনি ২০১৮ সাল থেকে এ কোম্পানির হয়ে কাজ করছিলেন।
সংস্থাটি বিজ্ঞপ্তিতে জানায়, তার কাজের প্রধান ক্ষেত্র ছিল মানবাধিকার এবং সামাজিক ইস্যু। বিশেষ করে যুদ্ধকবলিত এলাকায় কাজ করতে তিনি বেশি আগ্রহী ছিলেন। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাতে তিনি দেশটিতে ভ্রমণ করতেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধের সম্মুখসারিতে থাকার সময় লালিকান রাশিয়ান ড্রোন হামলার শিকার হয়ে নিহত হন। পোস্টে ম্যাক্রোঁ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শোক প্রকাশ করেন।
ইউক্রেনের জাতীয় সাংবাদিক ইউনিয়নের (এনইউজেইউ) সভাপতি সের্গেই টোমিলেঙ্কোর বলেছেন, লালিকানকে রাশিয়ান ফার্স্ট পারসন ভিউ (এফপিভি) ড্রোনের আঘাতে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, সাধারণ নাগরিক এবং সাংবাদিকদের জন্য রাশিয়ান ড্রোন হামলা এখন মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে।
ইউক্রেনের স্থানীয় জনগণ সিএনএনকে জানিয়েছে, রাশিয়ান এফপিভি ড্রোন এখন মারাত্মক হুমকি তাদের জন্য। কারণ, এ ড্রোনের টার্গেটের নির্দিষ্ট কোনো সীমা নেই। পথচারী থেকে শুরু করে হাসপাতাল, প্রাইভেট কার, বাস এমনকি অ্যাম্বুলেন্সেও হামলা চালানো হয় ড্রোন দিয়ে।


গাজার প্রতি সংহতি জানিয়ে ইতালিতে ব্যাপক বিক্ষোভ
ভারতের বেরেলিতে মুসলিম নির্যাতন, গ্রেপ্তার ৮০