মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নববর্ষ ও বড়দিনের শুভেচ্ছা জানাবে ক্রেমলিন। রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ইউরি উশাকভ সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ‘সভ্য মানুষ হিসেবে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা পাঠাবো।’ খবর বার্তা সংস্থা আনাদোলুর।
সাংবাদিকদের তিনি আরো বলেন, মস্কো আশা করে চলমান ইউক্রেন শান্তি আলোচনায় জড়িত সকল পক্ষ, আগের আলোচনার সময় সম্পাদিত চুক্তিগুলো অনুসরণ করবে।
এরআগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, প্রেসিডেন্ট পুতিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে চাইলে ক্রেমলিন তা জানাবে।
রাশিয়ার বিভিন্ন গনমাধ্যমে জানানো হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে বড়দিনে অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা জানানোর এই খবর বিদ্যমান উত্তেজনা সত্ত্বেও রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়টিই তুলে ধরে। তবে আন্তর্জাতিক রাজনীতিতে দ্রুত পরিবর্তনের পটভূমিতে এই শুভেচ্ছা কতটা কার্যকর হতে পারে তা এখনো প্রশ্নবিদ্ধ।
এদিকে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ইউরোপীয় ও রাশিয়ার আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ফলপ্রসু ও গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন উইটকফ।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে রোববারের আলোচনা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা নিয়ে ধারাবাহিক বৈঠকের সবশেষ ঘটনা।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


অভিবাসন বিরোধী অভিযানের বাজেট বাড়াচ্ছেন ট্রাম্প
থাই-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত, ঝুঁকিতে শান্তি আলোচনা