আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আফগান অভিবাসীদের ইরান ছাড়ার সময়সীমা বাড়ল

আমার দেশ অনলাইন

আফগান অভিবাসীদের ইরান ছাড়ার সময়সীমা বাড়ল
ছবি: বার্তা সংস্থা খামা প্রেস

নথিপত্র বিহীন আফগান অভিবাসীদের ইরান ছাড়ার সময়সীমা বাড়িয়েছে তেহরান কর্তৃপক্ষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ আফগান অভিবাসীরা দেশ ত্যাগের জন্য আরো দুই মাস সময় পাবেন। তবে যারা নির্ধারিত সময়ের মধ্যে ইরান ছাড়বে না, তাদের অবৈধ অবস্থানের জন্য জরিমানা দিতে হবে। খবর আফগানিস্তান ভিত্তিক বার্তা সংস্থা খামা প্রেসের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আহমদ মাসুমি-ফার বলেছেন, নথিপত্রবিহীন আফগান অভিবাসীদের ইরান ত্যাগের সময়সীমা ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি সতর্ক করে বলেছেন, এই সময়সীমার পরে, বৈধ কাগজপত্র ছাড়া ইরানে থাকা আফগান নাগরিকদের অবৈধভাবে বসবাসের জন্য জরিমানা করা হবে। যদিও জরিমানার সুনির্দিষ্ট বিবরণ এখনও প্রকাশ করা হয়নি।

তিনি জানান, সীমান্তের উভয় পাশে প্রচণ্ড গরম এবং অপর্যাপ্ত অবকাঠামোর কারণে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরাইলের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধের পর আফগান অভিবাসীদের গ্রেপ্তার এবং বহিষ্কারের হার বেড়েছে।

ইউএনএইচসিআরের তথ্যমতে, সাম্প্রতিক মাসগুলোতে ইরান থেকে ফিরে আসা প্রায় ৭০ শতাংশ আফগানকে জোরপূর্বক বহিষ্কার করা হয়েছে। যাদের মধ্যে অনেকেই নারী এবং শিশু।

আফগান অভিবাসীদের প্রতি ইরান সরকারের আচরণ মানবাধিকার গোষ্ঠীগুলো সমালোচনার মুখে পড়েছে।

আইনি সুযোগের স্পষ্টতা এবং খুব কম সুরক্ষার কারণে, সময়সীমা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আফগান অভিবাসীরা অনিশ্চয়তায় পড়েছেন। অনেকেই সিদ্ধান্ত নিতে পারছেন না, তারা ইরানে থেকে শাস্তির ঝুঁকি নেবেন, নাকি বিপজ্জনক পরিস্থিতিতে দেশে ফিরে যাবেন।

এদিকে, আফগান অভিবাসীদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানো বন্ধ করার আহ্বান জানিয়েছে আফগানিস্তান।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার শনিবার আফগানিস্তান সফর করেছেন। এসময় আফগান কর্মকর্তাদের সাথে আফগান অভিবাসীদের সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন তিনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন