গাজা সিটিতে আরো একটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরাইল। এছাড়া গাজাজুড়ে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন আরো ৬৫ জন। এদেরমধ্যে গাজার উত্তরাঞ্চলে ৪৯ জন মারা গেছেন। খবর আল জাজিরার।
রোববার আল-রুইয়া টাওয়ারে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এর ফলে গাজা উপত্যকার বৃহত্তম নগর দখলের অভিযানে ধ্বংস হওয়া ভবনের সংখ্যা কমপক্ষে ৫০টিতে পৌঁছেছে। ইসরাইলি সেনাদের দাবি, হামলার আগে ভবনের বাসিন্দাদের তারা সতর্ক করেছিল। এতে চারপাশে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোও পালিয়ে যায়।
ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়া হামলার সময় ঘটনাস্থলের কাছে ছিলেন। তিনি আল জাজিরাকে বলেন, ‘অবস্থা ভয়ঙ্কর, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’
তিনি আরো বলেন, ‘শত শত পরিবার আশ্রয়হীন হয়েছে। ইসরাইল লোকজনকে দক্ষিণে সরাতে চাইছে। সবাই জানে দক্ষিণেও কোনো নিরাপদ জায়গা নেই।’
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সেনাবাহিনী ‘সন্ত্রাসী অবকাঠামো এবং সন্ত্রাসীদের উঁচু ভবন ধ্বংস করছে।’
আল-রুইয়া টাওয়ার ছিল পাঁচতলা ভবন, যেখানে ২৪টি অ্যাপার্টমেন্ট, দোকান, একটি ক্লিনিক ও জিম ছিল।
ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গত আগস্ট মাসে গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করে। ইসরাইলের এই পদক্ষেপের ফলে ইতোমধ্যেই এক লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


বিশ্বব্যবস্থায় ভারতের অবস্থান নিয়ে কঠিন শিক্ষা মোদির