বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ আমদানির লক্ষ্যে সরাসরি চুক্তিতে পৌঁছেছে আফগান ব্যবসায়ী ও বাংলাদেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প উপমন্ত্রীর প্রতিনিধিদল ঢাকায় এসে এ বিষয়ে সম্মত হয়েছে।
আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, উপমন্ত্রী মাওলভী আহমাদুল্লাহ জাহিদ আফগান ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশের দুই বৃহৎ ওষুধ কোম্পানি—বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও রেনাটা পিএলসি পরিদর্শন করেন।
বিবৃতিতে বলা হয়, এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারীদের মধ্যে অন্যতম, যারা বর্তমানে প্রায় ৫০টি দেশে ওষুধ রপ্তানি করছে।
সফরকালে মাওলভী জাহিদ বাংলাদেশি ওষুধ বিনিয়োগকারীদের আফগানিস্তানে ওষুধ উৎপাদন কারখানা স্থাপনের আহ্বান জানান। তিনি দাবি করেন, ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান শিল্প ও উৎপাদন খাতকে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
এদিকে আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ঔষধ ও স্বাস্থ্য পণ্য নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক ডা. নাইমুল্লাহ আইয়ুবি জানান, বিদ্যমান নীতিমালা অনুযায়ী বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারকদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।
বিবৃতিতে আরো বলা হয়, আফগান ব্যবসায়ী ও বাংলাদেশি ওষুধ কোম্পানিগুলো সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ আমদানির বিষয়ে একমত হয়েছে।
সূত্র: পাজহক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শীতকালীন ঝড়
রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা যুদ্ধের শামিল হবে: বেলজিয়ামের প্রধানমন্ত্রী