আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইল অধিকৃত ফিলিস্তিনে উৎপাদিত পণ্য আমদানিতে স্লোভেনিয়ার নিষেধাজ্ঞা

আতিকুর রহমান নগরী

ইসরাইল অধিকৃত ফিলিস্তিনে উৎপাদিত পণ্য আমদানিতে স্লোভেনিয়ার নিষেধাজ্ঞা
ছবি: মিডল ইস্ট মনিটর

ইসরাইল অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। সেইসঙ্গে গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষদের জন্য অতিরিক্ত সাহায্য প্যাকেজ অনুমোদন দিয়েছে দেশটি। বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে স্লোভেনিয়া সরকার। খবর মিডল ইস্ট মনিটরের।

সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার আজ অধিকৃত অঞ্চলের বসতিতে উৎপন্ন কোনো পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’

বিজ্ঞাপন

তবে এই নিষেধাজ্ঞা অধিকৃত ফিলিস্তিনে উৎপাদিত সকল পণ্যের জন্য প্রযোজ্য নাকি কেবল ইসরাইলি পণ্যের জন্য তা বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়নি।

সরকার ইসরাইলি-অধিকৃত এই বসতিগুলোতে উৎপাদিত পণ্য আমদানি নিষেধাজ্ঞা কার্যকরের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরাইলি সরকারের পদক্ষেপ, যার মধ্যে রয়েছে অবৈধ বসতি নির্মাণ, ফিলিস্তিনিদের উচ্ছেদ, ফিলিস্তিনি জনগোষ্ঠীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা, তাদের ঘরবাড়ি ধ্বংস করা-এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন।’

তিনি বলে, ইসরাইলের এসব পদক্ষেপ কেবল ফিলিস্তিনি জনগণের জীবন ও মর্যাদার জন্যই হুমকিস্বরূপ নয়, বরং আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিকেও হুমকির মুখে ফেলেছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বেশিরভাগই ইসরাইলি বসতিকে অবৈধ বলে গণ্য করে। ইসরাইলি সরকার তাদের নিজস্ব আইন অনুসারে বসতিগুলোকে বৈধ বলে দাবি করে।

বুধবার স্লোভেনিয়ার সরকার আরো জানিয়েছে, তারা গাজায় ইসরাইল -হামাসের মধ্যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য খাদ্য এবং কম্বল সরবরাহ করবে। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৭৯ হাজার ৪৯০ ইউরো।

স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের পর গত বছরের জুনে স্লোভেনিয়া ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...