কাশ্মীরের স্বাধিকার আন্দোলনে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০: ০৬
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০: ১৫
ছবি: জিও নিউজ

জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘোষণা দিয়ে বলেছেন, জম্মু ও কাশ্মীরে যারা স্বাধীকার অর্জনের জন্য সংগ্রাম করছেন তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখা হবে।

রোববার জিও নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এসব কথা বলেন। প্রতিবছর ১৩ জুলাই পালিত হয় কাশ্মীর শহীদ দিবস। ১৯৩১ সালের এই দিনে জম্মু ও কাশ্মীরে ডোগরা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদের সময় ২২ জন কাশ্মীরি প্রাণ হারান। তাদের স্মরণেই দিবসটি পালন করা হয়।

বিজ্ঞাপন

বার্তায় শাহবাজ শরিফ বলেন, ‘এই দিনটি কাশ্মীরের মুসলমানদের সহজাত দৃঢ়তা, অটল মনোবল ও বর্বর বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে তাদের প্রতিরোধের প্রতীক। স্বাধীনতা, মানবাধিকার ও কাশ্মীরিদের অধিকার রক্ষার সংগ্রাম ইতিহাসজুড়ে অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘কাশ্মীরের জনগণ আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের ন্যায়সঙ্গত সংগ্রামে জীবন উৎসর্গ করে আসছে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তান সরকার ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরের মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যুগ যুগ ধরে ভারতীয় দখলদারিত্বে শহীদ হওয়া কাশ্মীরিদের সাহস ও দৃঢ়তাকে সম্মান জানায় পাকিস্তান।

বার্তায় সবশেষ তিনি বৈলেন, ‘আজ, পাকিস্তান সরকার জাতিসংঘের প্রস্তাব অনুসারে কাশ্মীর সমস্যার সমাধান এবং জম্মু ও কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।’

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত