পাকিস্তানের পেশোয়ারে আধাসামরকি বাহিনীর সদর দপ্তরে সন্ত্রাসী হামলা হয়েছে। এসময় আত্মঘাতী হামলায় এক সন্ত্রাসী নিহত হয়। পুলিশের গুলিতে মারা যায় আরো দুইজন। এছাড়া হামলা প্রতিরোধ করতে গিয়ে আধাসামরিক বাহিনীর তিন সদস্য নিহত হয়। এতে আহত হয়েছেন আরো নয়জন। খবর জিও নিউজের।
পুলিশ জানায়, সোমবার সকাল ৮টার দিকে তিনজন হামলাকারী সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করছিল। একজন হামলাকারী আধাসামরকি বাহিনীর সদর দপ্তরের প্রধান ফটকে আত্মঘাতী বোমা হামলা চালায়। আরো দুজন প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করে।
জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, তাৎক্ষণিকভাবে হামলা প্রতিরোধ করতে গুলি চালায়। পুলিশের গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়।
আহতদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিমের জানান, আহতদের মধ্যে আধাসামরিক বাহিনী এবং বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন যে আহতদের অবস্থা স্থিতিশীল।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ এলাকাটি ঘিরে রেখেছে এবং ঘটনাস্থলের কাছে গণপরিবহন চলাচল স্থগিত করেছে। পাশাপাশি পেশোয়ারে উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ।
পেশোয়ারে নিরাপত্তা স্থাপনায় সোমবারের ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে দ্বিতীয় বড় সন্ত্রাসী হামলা। ২০২৩ সালে, পেশোয়ারের পুলিশ লাইনের একটি মসজিদে আত্মঘাতী হামলায় ৮৪ জন নিহত হন।
পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে খাইবারপাখতুখোয়া এবং বেলুচিস্তানে।
আরএ


মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক