আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে আবারও হামলা করা নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর আলোচনা

আমার দেশ অনলাইন

ইরানে আবারও হামলা করা নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরের সময় হোয়াইট হাউসে এই আলোচনা হয়। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ আরও বেড়েছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা আনাদোলু জানায়, বৈঠকে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে ইসরাইলের উদ্বেগ তুলে ধরেন। একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহর দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ভান্ডার পুনর্গঠনের চেষ্টার কথাও তিনি উল্লেখ করেন বলে জানিয়েছে অ্যাক্সিওস। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালে ইরানে সম্ভাব্য দ্বিতীয় দফা হামলার বিষয়টিও আলোচনায় এসেছে।

এর আগে সদ্যসমাপ্ত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধ হয়। সে সময় ইরানের পারমাণবিক অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাই ছিল হামলার প্রধান লক্ষ্য। ওই অভিযানে বড় সাফল্য দাবি করে ট্রাম্প বলেছিলেন, ইরান যদি আবার পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তা ধ্বংস করবে। মার্কিন ওই কর্মকর্তা আরও জানান, ইরান যদি পারমাণবিক কার্যক্রম পুনরুজ্জীবিত করতে ‘বাস্তব ও যাচাইযোগ্য পদক্ষেপ’ নেয়, তাহলে নতুন সামরিক পদক্ষেপের কথাও ভাবতে পারেন ট্রাম্প।

সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং লেবাননে হিজবুল্লাহর অস্ত্র মজুত নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে ইসরাইল। এর জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পকে ‘সম্মানজনক পরিবেশে’ আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।

এসআরেএসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন