যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। সবশেষ হামলায় শিশুসহ কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৮৭ জন। খবর আল জাজিরার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির একটি গাড়িতে। এরপর কেন্দ্রীয় দেইর এল-বালাহ এবং নুসাইরাত শরণার্থী শিবিরেও হামলা চালানো হয়।
আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মান্না জানান, গাজা সিটিতে ড্রোন হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ২০ জন আহত হন। গাজা সিটির রেমাল এলাকায় এ হামলা চালানো হয়।
দেইর এল-বালাহে একটি বাড়িতে ইসরাইলি হামলায় এক নারীসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী খলিল আবু হাতাব জানান, ‘আমি বাইরে তাকিয়ে দেখলাম পুরো এলাকা ধোঁয়ায় ঢাকা। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি আমার কান বন্ধ করে রাখলাম এবং তাঁবুর অন্যদের দৌড়ে যাওয়ার জন্য চিৎকার করতে লাগলাম।’
তিনি আরো বলেন, ‘আমি যখন আবার তাকালাম, তখন বুঝতে পারলাম আমার প্রতিবেশীর বাড়ির উপরের তলা ভেঙ্গে পড়েছে। এটি একটি ভঙ্গুর যুদ্ধবিরতি। এখানে কোন নিরাপদ স্থান নেই।’
নুসাইরাতে ইসরাইলি হামলায় একটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার প্রত্যক্ষদর্শী আনাস আল-সালৌল বলেন, তিনি তার বাড়িতে বসে ছিলেন, ঠিক তখনই হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র তার প্রতিবেশীর বাড়িতে আঘাত হানে।
আরএ


ভেনেজুয়েলায় নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
পেরুর সাবেক প্রধানমন্ত্রী শ্যাভেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা