সিরিয়ায় আবারও ‘বড় আকারের’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে পালমিরা শহরে দুই মার্কিন সেনা এবং একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর দেশটিতে আইএসআইএল বা আইসিস গোষ্ঠীর বিরুদ্ধে ফের আক্রমণ চালানো হলো। খবর আল জাজিরার।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) শনিবার এক বিবৃতিতে জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর পর্যন্ত সিরিয়াজুড়ে আইসিসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।
সেন্টকম জানায়, ‘আমাদের বার্তা পরিষ্কার— আমাদের যোদ্ধাদের ক্ষতি করলে আমরা আপনাদের খুঁজে বের করব এবং বিশ্বের যেখানেই থাকুন না কেন, আপনাদের হত্যা করা হবে। ন্যায়বিচার এড়াতে যতই চেষ্টা করুন, লাভ হবে না।’ হামলায় কেউ নিহত হয়েছে কি না, বিবৃতিতে তা বলা হয়নি।
আল জাজিরা বলছে, পালমিরার ওই হামলার জবাবে যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছে, তার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হকআই স্ট্রাইক’। গত ১৩ ডিসেম্বর অতর্কিত হামলাটি চালিয়েছিলেন একজন বন্দুকধারী। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ওই ব্যক্তি দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন এবং চরমপন্থি মতাদর্শের কারণে তাকে বরখাস্ত করার প্রক্রিয়া চলছিল।
মার্কিন সেনাবাহিনী ১৯ ডিসেম্বর ‘অপারেশন হকআই স্ট্রাইক’ শুরু করে, যার মাধ্যমে সিরিয়ার মধ্যাঞ্চলে আইএসআইএল অবকাঠামো এবং অস্ত্রসংবলিত ৭০টি লক্ষ্যবস্তুতে বড় পরিসরে হামলা চালানো হয়। এরপর ৩০ ডিসেম্বর জানানো হয়, ‘অপারেশন হকআই স্ট্রাইক’ শুরু হওয়ার পর তাদের বাহিনী প্রায় ২৫ জন আইএসআইএল যোদ্ধাকে হত্যা করেছে বা আটক করেছে।
আরএ/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প
ইরানের বিক্ষোভকারীদের ‘আল্লাহর শুত্রু’ ঘোষণা, মৃত্যুদণ্ডের হুমকি