আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা টানেলে ইসরাইলের হামলায় নিহত ৪০ হামাস সদস্য

আমার দেশ অনলাইন
গাজা টানেলে ইসরাইলের হামলায় নিহত ৪০ হামাস সদস্য
ছবি: আল-আরাবিয়া।

দক্ষিণ গাজার রাফার নিচে সুড়ঙ্গে থাকা প্রায় ৪০ জন হামাস সদস্যকে হত্যা করেছে ইসরাইল। বৃহস্পতিবার ইসরাইলের সেনাবাহিনী স্থানীয় গণমাধ্যমে এমনটি দাবি করেছে।

সৌদি-আরব ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইসরাইল ও মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কয়েক মাস ধরে প্রায় ২০০ জন হামাস সদস্য এসব সুড়ঙ্গে আটকা ছিল। কিছু সদস্য বেরিয়ে এসে লড়াইয়ে নিহত হয়েছে অথবা আত্মসমর্পণ করেছে। হামাস আনুষ্ঠানিকভাবে আটকা থাকা বা নিহতের সংখ্যা নিশ্চিত করেনি।

মধ্যস্থতাকারীরা চেষ্টা করছিলেন, হামাস সদস্যরা অস্ত্র সমর্পণ করলে তাদের গাজার অন্য এলাকায় যাতায়াতের সুযোগ দেওয়ার বিষয়ে। তবে আলোচনা ব্যর্থ হয়।

ইসরাইলের সেনাবাহিনী বলছে, নিহতদের মধ্যে কয়েকজন স্থানীয় কমান্ডার এবং নির্বাসিত নেতা গাজী হামাদের ছেলে রয়েছে। হামাসের কিছু সূত্র কমান্ডার মোহাম্মদ আল-বাওয়াবের মৃত্যুর কথা স্বীকার করেছে।

গাজায় হামাসের মুখপাত্র ইসরাইলের এমন দাবি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন