আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২০২৫ সালে ইসরাইলের হাতে আটক ৪২ ফিলিস্তিনি সাংবাদিক

আমার দেশ অনলাইন

২০২৫ সালে ইসরাইলের হাতে আটক ৪২ ফিলিস্তিনি সাংবাদিক
ছবি: সংগৃহীত

২০২৫ সালে ৪২ ফিলিস্তিনি সাংবাদিককে আটক করেছে ইসরাইল। এদের মধ্যে আটজন নারী সাংবাদিকও রয়েছেন। প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেট (পিজেএস) এ কথা জানিয়েছে।

পিজেএস এক প্রতিবেদনে জানায়, ‘তথ্য-প্রমাণ অনুসারে, ২০২৫ সালে ৪২ ফিলিস্তিনি সাংবাদিককে আটক করেছে ইসরাইল। এদের মধ্যে নারী-পুরুষ উভয়ই রয়েছেন।’

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীর, জেরুজালেমসহ বিভিন্ন স্থানে বাড়িতে অভিযান চালিয়ে অথবা সংবাদ সংগ্রহের সময় তাদের আটক করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ ও ২০২৪ সালের তুলনায় আটকের সংখ্যা কমেছে। তবে দখলদারেরা প্রভাবশালী সাংবাদিকদের বারবার আটক করছে, অভিযোগ বা বিচার ছাড়াই দীর্ঘদিন আটক করে রাখছে এবং তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে।

পিজেএস আরো জানিয়েছে, তারা এমন ঘটনা নথিভুক্ত করেছে, যেখানে সাংবাদিকদের সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের ওপর আক্রমণের ঘটনা নিয়ে খবর সংগ্রহ করার সময় আটক করা হয়েছিল। প্রকৃত ঘটনা ও সত্য প্রচারে বাধা দিতেই ইসরাইল সাংবাদিকদের আটক করছে বলে অভিযোগ করে পিজেএস।

আরএেএসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন