আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাক-ভারত যুদ্ধে কে জিতেছে, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন

আমার দেশ অনলাইন

পাক-ভারত যুদ্ধে কে জিতেছে, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
ছবি: জিও নিউজ

গত মে মাসে চারদিনের যুদ্ধে ভারতকে সামরিকভাবে পেছনে ফেলে পাকিস্তান। কংগ্রেসে জমা দেয়া মার্কিন-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের প্রতিবেদনে একথা বলা হয়। এতে উল্লেখ করা হয়, পাকিস্তান চীনের তৈরি অস্ত্র ব্যবহার করে রাফালসহ ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। খবর জিও নিউজের।

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায় ভারত। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধ বাধে।

বিজ্ঞাপন

মার্কিন-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের প্রতিবেদনে, ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ওপর আলোকপাত করা হয়। এতে বলা হয় যে পাকিস্তান ভারতের ওপর তার সামরিক প্রভাব বাড়ানোর জন্য উন্নত চীনা অস্ত্র ব্যবহার করেছে।

এই সংঘাতে পাকিস্তান প্রথমবারের মতো চীনের আধুনিক অস্ত্র সফলভাবে ব্যবহার করেছে, যার মধ্যে রয়েছে এইচকিউ-৯ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, পিএল-১৫ বিমান থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জে-১০সি যুদ্ধবিমান। পাকিস্তানের এই সামরিক সাফল্য চীনের বৈশ্বিক অস্ত্রবিক্রয় প্রচারণায় বড় সুযোগ এনে দিয়েছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে চীন জুন মাসে পাকিস্তানকে ৪০টি জে-৩৫ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, কেজে-৫০০ নজরদারি বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...