আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাতারে আর কোনো হামলা করবে না ইসরাইল: ট্রাম্প

আমার দেশ অনলাইন

কাতারে আর কোনো হামলা করবে না ইসরাইল: ট্রাম্প
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারে আর কোনো হামলা চালাবে না ইসরাইল। স্থানীয় সময় সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি একথা জানান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ট্রাম্প বলেন, ‘কাতার আমাদের খুব ভালো মিত্র, এটা অনেকেই জানে না। নেতানিয়াহু কাতারে আর হামলা করবেন না। তিনি হয়তো মিলেমিশে থাকবেন।’

বিজ্ঞাপন

এরআগে মঙ্গলবার দোহায় হামলার আগে নেতানিয়াহু ট্রাম্পকে ব্যক্তিভাবে জানিয়েছিলেন বলে খবর প্রকাশ করে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। তবে এমন তাবি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

কাতারে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে গত ৮ সেপ্টেম্বর দোহার একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালায় ইসরাইলের বিমান বাহিনী। হামাসের বর্তমান শীর্ষ নির্বাহী খলিল আল হায়া ও গোষ্ঠীটির অন্যান্য জ্যেষ্ঠ নেতারা ছিলেন সেই হামলার লক্ষ্য।

হামলায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনসহ মোট ৬ জন নিহত হন। তবে সৌভাগ্যবশত বেঁচে যান খলিল আল হায়া এবং হামাসের হাইকমান্ডের সদস্যরা।

আরএ

এদিকে, সোমবার দোহায় আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের জরুরি অধিবেশনে মুসলিম নেতারা সতর্ক করে বলেছেন, কাতারের ওপর ইসরাইলের হামলা এই অঞ্চলের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনবে। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে একটি নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার ইসরেইলি প্রচেষ্টার বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সম্মেলন শেষে দেওয়া বিবৃতিতে দোহায় ইসরাইলের হামলার নিন্দা জানানো হয়েছে এবং কাতারের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করা হয়েছে। শীর্ষ সম্মেলনে আরো বলা হয়, ইসরাইলি আগ্রাসন ‘এই অঞ্চলে শান্তি অর্জনের যেকোনো সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন