আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউক্রেন যুদ্ধে বিজয়ের আশাবাদী পুতিন

আমার দেশ অনলাইন

ইউক্রেন যুদ্ধে বিজয়ের আশাবাদী পুতিন

নববর্ষের প্রাক্কালে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ বিশ্বাস করে যে ইউক্রেন যুদ্ধে তারা জয়ী হবে। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ যুদ্ধের অবসান চায়, তবে তিনি কোনো ‘দুর্বল’ চুক্তিতে স্বাক্ষর করবেন না।

বিজ্ঞাপন

পুতিন বুধবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ইউক্রেনে লড়াইরত ‘বীরদের’ সমর্থন করার আহ্বান জানান এবং বলেন, "আমরা তোমাদের এবং আমাদের বিজয়ে বিশ্বাস করি।" তিনি আরও উল্লেখ করেন, সম্মিলিত শান্তি আলোচনা এবং তীব্র লড়াইয়ের মধ্যে যুদ্ধের ফলাফল এখনো নির্ধারিত হয়নি।

এদিকে, ইউরোপের আশঙ্কা রয়েছে যে, ক্রেমলিনের যুদ্ধ শিগগির শেষ না হলে এটি ইউক্রেনের সীমানা ছাড়িয়ে আরো বিস্তৃত হতে পারে।

পুতিনের ভাষণের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তার দেশ শান্তি চায়, কিন্তু কখনোই কোনো ‘দুর্বল’ চুক্তি করবে না। "আমরা যুদ্ধের অবসান চাই, কিন্তু ইউক্রেনের অবসান চাই না," – বলেন তিনি। জেলেনস্কি আরও জানান, “আমরা কি ক্লান্ত? খুব। তবে এর মানে এই নয় যে আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত।”

জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহের আলোচনা শেষে একটি শান্তিচুক্তি ‘৯০ শতাংশ প্রস্তুত’ ছিল, তবে কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। এই ১০ শতাংশই শান্তির ভাগ্য নির্ধারণ করবে, যা ইউক্রেন ও ইউরোপের ভবিষ্যৎ এবং মানুষের জীবনযাপন প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলবে বলে তিনি উল্লেখ করেন।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...