কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় একটি কোকেন ল্যাবরেটরিতে বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। পুলিশ জানায়, শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নারিঞ্জো বিভাগে এ ঘটনা ঘটে।
এলাকাটি কোকেন উৎপাদনের জন্য পরিচিত এবং এখানে আদিবাসী ‘আওয়া’ সম্প্রদায়ের বসবাস। একই সঙ্গে অঞ্চলটিতে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।
নিহতরা সাবেক বিদ্রোহী গোষ্ঠী ফার্কের একটি বিচ্ছিন্ন অংশ ‘ন্যাশনাল কো-অর্ডিনেটর বলিভারিয়ান আর্মি’র হয়ে কাজ করতেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, মাদক তৈরির সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্রোহী গোষ্ঠীটিও এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে বলেছে, গ্যাস সিলিন্ডার ব্যবহারের অসতর্কতার কারণে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ল্যাবে আগুন ধরে যায়।
এই গোষ্ঠীটি ২০১৬ সালে ফার্ক-এর করা ঐতিহাসিক শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল। তবে বর্তমানে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বামপন্থী সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে।
বিস্ফোরণস্থলটি গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয় চোরাকারবারিরা মেক্সিকোর মাদক চক্রগুলোর সহায়তায় এখানে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করেছে।
সূত্র: বিএসএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানে হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক
ট্রাম্পকে ‘শত্রু’ ভাবেন বেশির ভাগ ইউরোপীয়