ভারতে বাইকের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত ২০

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১০: ০৫
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১০: ২২
ছবি: এনডিটিভি

ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সকালে হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়েতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। এতে বাসটিতে আগুন ধরে যায়। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধাক্কা লাগার কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ১২ জন যাত্রী কোনোক্রমে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু বাকিরা বাসের ভিতরেই আটকে পড়েন।

বিজ্ঞাপন

দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। বাসে যারা আটকে পড়েছেন, তারা সকলেই দগ্ধ হয়ে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি যে কতজন মারা গেছেন।

এই দুঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ‘অন্ধ্রপ্রদেশের কুর্নুলে মর্মান্তিক বাস দুর্ঘটনায় যে প্রাণহানি ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত