আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পেজেশকিয়ানের অভিযোগ

ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইউরোপ

আমার দেশ অনলাইন

ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইউরোপ
ছবি: আল জাজিরা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইউরোপ তার দেশের বিরুদ্ধে ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ শুরু করছে। শনিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান একথা বলেন। খবর আল জাজিরার।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের আগে ইরানি প্রেসিডেন্ট একথা বললেন। তিনি বলেন, ‘আমার মতে, আমরা যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইউরোপের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে আছি। আমাদের দেশ তার পায়ে দাঁড়াবে তারা এটা চায় না।’

বিজ্ঞাপন

ইরানি প্রেসিডেন্ট আরো বলেন, আমাদের প্রিয় সামরিক বাহিনী শক্তভাবে দায়িত্ব পালন করছে। সব সংকট থাকা সত্ত্বেও আজ তাদের সরঞ্জাম ও জনবল— দুটিতেই আগের চেয়ে বেশি শক্তি আছে’। তিনি আরও বলেন, ‘তাই তারা যদি আবার আক্রমণ করতে চায়, তবে স্বাভাবিকভাবেই আরো কঠোর জবাব পাবে।’

তার ভাষায়, ‘এই যুদ্ধ’ আগের যেকোনও যুদ্ধের চেয়ে আলাদা। ১৯৮০–৮৮ সালের ইরাক-ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই যুদ্ধ আমাদের বিরুদ্ধে ইরাকের যুদ্ধের চেয়েও খারাপ, যদি ভালোভাবে বোঝা যায়, এটি আরও জটিল ও কঠিন।’

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুলছে। তেহরান বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। চলতি বছরের জুনে ইসরাইল ও ইরানের মধ্যে ১২ দিনের লড়াই হয়। নজিরবিহীনভাবে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা, এমনকি বেসামরিক এলাকায় ইসরাইলের হামলার পর এই সংঘাত শুরু হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন