আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অবশেষে তুরস্ককে ইউরোফাইটার দিচ্ছে জার্মানি

আমার দেশ অনলাইন

অবশেষে তুরস্ককে ইউরোফাইটার দিচ্ছে জার্মানি
ছবি: আল আরাবিয়া

তুরস্কে ইউরোফাইটার জেট সরবরাহ করতে যাচ্ছে জার্মানি। দেশটির ফেডারেল নিরাপত্তা পরিষদ এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়ার পর তুরস্কে ৪০টি ইউরোফাইটার টাইফুন জেট সরবরাহের পথ পরিষ্কার হয়। বুধবার স্পিগেল নিউজ ম্যাগাজিনের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

ন্যাটোর সদস্য তুরস্ক জার্মানির বাছ থেকে ৪০টি ইউরোফাইটার যুদ্ধবিমান কিনতে চায়। তবে জার্মানি সম্প্রতি তুরস্ককে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।

বিজ্ঞাপন

তুরস্কের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং পূর্ব ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধানের মতো ভূরাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে জার্মানি এই সিদ্ধান্ত নেয়। যদিও ইউরোফাইটার কনসোর্টিয়ামের অন্য সদস্য দেশ যেমন যুক্তরাজ্য, স্পেন এবং ইতালি তুরস্কের সঙ্গে চুক্তিতে আগ্রহী। জার্মানির এই অবস্থান পুরো কর্মসূচিকে বাধাগ্রস্ত করে।

গত ১৭ জুলাই দীর্ঘদিনের জটিলতা অবসানের ইঙ্গিত দেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। এর নেপথ্যে রয়েছে যুক্তরাজ্য ও জার্মানির মধ্যে একটি মৈত্রী চুক্তি। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউরোফাইটার জেট সরবরাহের বিষয়ে অগ্রগতির কথা জানান জার্মান চ্যান্সেলর।

সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, এই চুক্তিটি কি যৌথভাবে উৎপাদিত ইউরোফাইটার যুদ্ধবিমানের মতো প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে সহায়তা করবে কিনা। জবাবে চ্যান্সেলর তুরস্কের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়ে বলেন, রপ্তানি অনুমোদনপত্র নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন