পাক-আফগান সীমান্তে ফের উত্তেজনা: শান্তি আলোচনায় অচলাবস্থা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১০: ১৫
ছবি: আল জাজিরা

সীমান্তে ফের উত্তেজনা দেখা দেয়ায় তুরস্কে পাক-আফগান শান্তি আলোচনায় অচলাবস্থা দেখা দিয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, আফগান তালেবান ২০২১ সালের দোহা শান্তি চুক্তির অধীনে সন্ত্রাসবাদ দমনে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে। খবর আল-জাজিরার

পাকিস্তান-আফগানিস্তান আবার সংঘর্ষ শুরু করার জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করছে। গত মাসে রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতি নিশ্চিত করতে উভয় দেশের প্রতিনিধিদল তুরস্কে আলোচনায় বসেছে।

বিজ্ঞাপন

গত ১৯ অক্টোবর কাতারে হওয়া অস্ত্রবিরতি চুক্তিকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করার উদ্দেশ্যে যখন ইস্তাম্বুলে আলোচনা চলছিল, সেসময় বৃহস্পতিবার আবার উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের সীমান্ত। গোলাগুলিতে নিহত হয় অন্তত পাঁচজন।

বৃহস্পতিবারের হামলার বিষয়ে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলা হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় পাঁচজন মারা গেছেন, যার মধ্যে চারজন নারী। এছাড়া আহত হয়েছেন আরো ছয়জন।’

মধ্যস্ততার জন্য তুরস্ক ও কাতারকে ধন্যবাদ জানিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, আফগান তালেবান ২০২১ সালের দোহা শান্তি চুক্তির অধীনে সন্ত্রাসবাদ দমনে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে।

তারার বলেন, প্রতিবেশি দেশ বা আফগান জনগণের স্বার্থে আঘাত করে, এমন তালেবান সরকারের এমন কোনো পদক্ষেপ সমর্থন করবে না পাকিস্তান। তিনি আশা প্রকাশ করেন, আফগানিস্তান তার নিজের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ‘প্রয়োজনীয় সকল ব্যবস্থা’ গ্রহণ করবে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, ‘ইসলামাবাদ চলমান সংলাপের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং আফগান কর্তৃপক্ষের কাছ থেকেই একই পদক্ষেপ আশা করে।’

আফগানিস্তানের সঙ্গে আলোচনায় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিক পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আফগান পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেনারেল ইন্টেলিজেন্সের পরিচালক আব্দুল হক ওয়াসিক।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত