আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতের মহারাষ্ট্রে অমুসলিমকে হজ কমিটির প্রধান নিয়োগে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে অমুসলিমকে হজ কমিটির
প্রধান নিয়োগে ক্ষোভ

ভারতে মহারাষ্ট্রের হজ কমিটির প্রধান হিসেবে এক অমুসলিম সরকারি কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। গত ১৪ জানুয়ারি মনোজ যাদভ নামে ওই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ধর্মীয় বিষয়াদি তদারক করা সংস্থার প্রধান হিসেবে অমুসলিমকে নিয়োগ দেওয়ায় ক্ষুব্ধ ভারতীয় মুসলমনারা।

ভারতীয় মুসলমানদের পারিবারিক আইন তদারককারী সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড জানিয়েছে, তারা এ নিয়োগের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে যাবে।

বিজ্ঞাপন

মহারাষ্ট্রের মুসলমানদের হজ পালনের যাবতীয় বিষয় এ হজ কমিটির মাধ্যমে পরিচালিত হয়। মুসলমান নেতারা বলছেন, হজের মতো একেবারেই ধর্মীয় বিষয় পরিচালনার জন্য এ কমিটির প্রধান একজন মুসলিম কর্মকর্তা হওয়াই উপযুক্ত। নতুন এ নিয়োগের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় বিষয়েও সরকার হস্তক্ষেপ করতে চায় বলে শঙ্কা প্রকাশ করছেন তারা।

এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় সরকারের নেতৃত্বের কাছে উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছেন মহারাষ্ট্রের মুসলিম নেতারা। তারা বলছেন, হজের মতো বিষয় তদারকের জন্য নির্ধারিত কমিটির প্রধান হিসেবে অমুসলিমের নিয়োগ অবিশ্বাসকে উসকানি দেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...