আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
ছবি: আল জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে বলে আশ্বস্ত হয়েছেন তিনি। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ এবং কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।’ তবে কার কাছ থেকে এ তথ্য পেয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। ট্রাম্প জানান, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র’ থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ইরান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি। সেই সঙ্গে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেননি। বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এই ইস্যু নিয়ে যারা কাজ করছেন, তাদের মাধ্যমে আমরা ভালো একটি বিবৃতি দেব।’

বুধবার ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই।

এই আন্দোলন-বিক্ষোভের শুরু দেশটির অর্থনৈতিক দূরাবস্থা থেকে। বছরের পর বছর ধরে অবমূল্যায়নের জেরে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা। বর্তমানে ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান ৯ লাখ ৯৪ হাজার ৫৫। অর্থাৎ ইরানে এখন এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...