আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ‘মানবিক শহর’ প্রস্তাবের নিন্দায় ইসরাইলের বিরোধী নেতারা

আতিকুর রহমান নগরী

গাজায় ‘মানবিক শহর’ প্রস্তাবের নিন্দায় ইসরাইলের বিরোধী নেতারা
ছৈবি: মিডল ইস্ট মনিটর

গাজায় তথাকথিত ‘মানবিক শহর’ গড়ে তোলার বিষয়ে ইসরাইলের পরিকল্পনার সমালোচনা করেছেন দেশটির বিরোধী নেতারা। রোববার সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদেন একথা জানিয়েছে।

সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, গাজার রাফাহ অঞ্চলে কথিত একটি ‘মানবিক শহর’ নির্মাণের জন্য তেলআবিব ৪০০ কোটি ডলার বরাদ্দ করেছে। এমন পরিকল্পনা নেওয়ায় রোববার ইসরাইলের কয়েকজন বিরোধী নেতা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করেছেন।

বিজ্ঞাপন

বিরোধী নেতা ইয়ার ল্যাপিদ সামাজিক মাধ্যম এক্সে বলেছেন, ‘রাফায় মানবিক শহর নির্মাণের জন্য যে অর্থ ব্যয় হবে, তা দিয়ে আমরা আমাদের শিশুদের ক্লাসের আকার কমাতে পারতাম, জ্বালানি ও গণপরিবহনের দাম কমাতে পারতাম, ডে-কেয়ারে ভর্তুকি এবং কিন্ডারগার্টেন তৈরি করতে পারতাম।’

তিনি আরো বলেন, ‘মধ্যবিত্ত শ্রেণীর অর্থ লুট করার পরিবর্তে, যুদ্ধ বন্ধ করুন এবং জিম্মিদের ফিরিয়ে আনুন।’

ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান বলেছেন, ‘ইসরাইল সরকার এক ধরনের মানসিক বিভ্রান্তিতে আছে। তারা নিজেদের ত্রাণকর্তা ভাবতে শুরু করেছে।’

এক বিবৃতিতে নেতানিয়াহু সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি হাসপাতাল পুনর্নির্মাণের পরিবর্তে গাজায় ৪০০ কোটি ডলার খরচ করে ‘মানবিক শহর’ গড়ে তুলতে চাইছে। সরকার নিজেকে ‘ত্রাণকর্তা ভাবার’ মতো মানসিক সমস্যায় ভুগছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এটি এমন একটি পরিত্যাক্ত সরকার যা তার নিজের নাগরিকদের ঘৃণা করে।

সাবেক যুদ্ধকালীন মন্ত্রী এবং ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা বেনি গানৎজ বলেছেন, সরকার ক্ষমতায় থাকার জন্য অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতাকে বাড়িয়ে দেখাচ্ছে।

গানৎজ জনসংযোগে ব্যস্ত এবং রাজনৈতিক দায়মুক্তিভোগকারী চরমপন্থী মন্ত্রীদের সরিয়ে ‘জাতীয় ঐকমত্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন।

গত সপ্তাহে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানান, তিনি দক্ষিণ গাজার রাফাহ শহরের ধ্বংসাবশেষের ওপর ‘মানবিক শহর’ গড়ে তোলার বিষয়ে পরিকল্পনা প্রস্তুত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। সেখানে সব ফিলিস্তিনিকে স্থানান্তর করবে ইসরাইল।

কাৎজ বলেন, ফিলিস্তিনের পুরো জনসংখ্যাকে নতুন অঞ্চলে রাখা হবে এবং সেখান থেকে তাদের অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে।

ইসরাইলি কর্মকর্তাদের ধারনা রাফায় প্রস্তাবিত কথিত ‘মানবিক শহর’ নির্মাণের জন্য ২ দশমিক ৭ বিলিয়ন থেকে ৪ বিলিয়ন ডলার ব্যয় হবে। যদি পরিকল্পনাটি এগিয়ে যায়, তাহলে প্রাথমিকভাবে ইসরাইল প্রায় পুরো খরচ বহন করবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন