আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা পরিস্থিতি নিয়ে সত্য প্রকাশে পিছপা হবে না তুরস্ক

আমার দেশ অনলাইন

গাজা পরিস্থিতি নিয়ে সত্য প্রকাশে পিছপা হবে না তুরস্ক
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় যা ঘটছে, সে সম্পর্কে সত্য প্রকাশ করা থেকে পিছপা হবে না তার দেশ। বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এরদোয়ান বলেন, গাজায় ইসরাইলি হামলায় হতাহতের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘গাজায় যা ঘটছে তা ভুলে না যাওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তুরস্ক প্রতিটি ফ্রন্টে দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সত্য প্রকাশের জন্য তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ একটি দেশ এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে এই দেশ দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।’ গাজায় যা ঘটছে সে বিষয়ে সত্য প্রকাশে তুর্কি গণমাধ্যমগুলোর ‘সাহসী’ ভূমিকার প্রশংসাও করেন তিনি।

এরদোয়ান বলেন, ‘গাজা গণহত্যার মুখে, তুর্কি গণমাধ্যম বিশেষ করে টিআরটি ও আনাদোলু, সত্যিই একটি সাহসী অবস্থান নিয়েছে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন