ইরানে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প বলেছেন, ‘আমি কাজ শুরুর মাত্র এক মিনিট আগে সিদ্বান্ত নিতে পছন্দ করি। বিশেষ করে যুদ্ধের ক্ষেত্রে।’ খবর সিএনএন এর।
ট্রাম্প বলেন, যুদ্ধের ক্ষেত্রে পরিস্থিতি দ্রুত পরিবর্তান হয়। এটি মুহূর্তের মধ্যে চরম পরিস্থিতি থেকে অন্য আরেকটি চরম পরিস্থিতি তৈরি করতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় ব্যক্তিগতভাবে অনুমোদন দিয়েছেন। তবে এখনো চূড়ান্ত নির্দেশ দেননি। কারণ ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছুটা অপেক্ষা করতে চান। তেহরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কার্যক্রম ত্যাগ করে কি না, সেটাই তিনি আগে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প জানান, ‘আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আবার এর থেকেও কম সময়ের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে।’
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে ফর্ডো সমৃদ্ধকরণ কেন্দ্র সম্ভাব্য লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ের নিচে অবস্থিত এ স্থাপনাটি খুবই সুরক্ষিত। সাধারণ বোমা দিয়ে এর ক্ষতি করা খুবই কঠিন। এই স্থাপনা ধ্বংস করতে বিশেষ বাঙ্কারবাস্টার বোমার প্রয়োজন হবে।
তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা কখনোই আত্মসমর্পণ করব না। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক আগ্রাসনের ফল হবে ভয়াবহ ও অপূরণীয়। তার মতে, যারা ইরানের ইতিহাস জানে, তারা কখনো দেশটিতে হামলা করার কথা ভাববে না।


ইরান ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ
ইরানের সম্ভাব্য পারমাণবিক বোমাই মাথাব্যথার কারণ