আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আঙুল ট্রিগারে আছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ইরানের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

আঙুল ট্রিগারে আছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ইরানের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে দিয়েছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর। তিনি বলেন, ইরানি বাহিনী ‘ট্রিগারে আঙুল দিয়ে রেখেছে’। ইরানের বিরুদ্ধে ১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের অভিজ্ঞতা থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

পাকপুর বলেন, ঐতিহাসিক অভিজ্ঞতা এবং ১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে ইরানের বিরুদ্ধে ভুল পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা প্রয়েজন, যাতে আরো বেদনাদায়ক ও দুঃখজনক পরিণতির মুখোমুখি হতে না হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস এবং প্রিয় ইরান তাদের ট্রিগারে আঙুল রেখে, সর্বোচ্চ কমান্ডার-ইন-চিফের আদেশ এবং পদক্ষেপগুলো পালন করতে আগের চেয়েও বেশি প্রস্তুত।’

ইরানের জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি লিখিত বিবৃতিতে পাকপুর এসব কথা বলেন। গত বছরের জুন মাসে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দুর্বল করার লক্ষ্যে তেহরানে হামলা চালায় ইসরাইল। পরে ইসরাইলের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের বিকল্প খোলা রেখেছেন বলে হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন