আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আফগান সীমান্ত পুনরায় খুলে দেয়ার ইঙ্গিত পাকিস্তানের

আমার দেশ অনলাইন

আফগান সীমান্ত পুনরায় খুলে দেয়ার ইঙ্গিত পাকিস্তানের
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসলামাবাদ আফগানিস্তানের সঙ্গে এককটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং পুনরায় চালু করতে প্রস্তুত। জাতিসংঘের মানবিক ত্রাণ সরবরাহ করতে এই সীমান্ত ক্রসিং চালু করার কথা জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

শনিবার ইসলামাবাদে সাংবাদিকদের ইসহাক দার বলেন, জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে ত্রাণ সরবরাহ পুনরায় শুরু করার অনুমতি চেয়েছে।

বিজ্ঞাপন

সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পর, ১২ অক্টোবর পাকিস্তান তোরখাম এবং চামান ক্রসিং বন্ধ করে দেয়।

টিটিপি হচ্ছে ২০০৭ সালে গঠিত বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর একটি জোট। টিটিপি সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে আফগান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামাবাদ। সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...