আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বন্দি বিনিময় উপলক্ষ্যে গাজা সীমান্তে হাজারো মানুষের ভিড়

আমার দেশ অনলাইন

বন্দি বিনিময় উপলক্ষ্যে গাজা সীমান্তে হাজারো মানুষের ভিড়
ছবি: টাইমস অব ইসরাইল

যুদ্ধবিরতি চুক্তি অনুসারে ইসরাইল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সীমান্তে ভিড় করেছেন হাজার হাজার ইসরাইলি ও ফিলিস্তিনি। খবর টাইমস অব ইসরাইলের।

আজ সোমবার সকালে ইসরাইলি জিম্মিদের কয়েকটি পরিবার তাদের প্রিয়জনদের মুক্তির প্রস্তুতির জন্য গাজা সীমান্তের কাছে প্রতিরক্ষা বাহিনীর রেইম ঘাঁটিতে রওনা হয়। ঘাঁটির ঠিক বাইরের রাস্তায় জড়ো হয়েছেন অনেকে। পাশাপাশি তেলআবিবের হোস্টেজেস স্কয়ারে জড়ো হয়েছেন হাজার হাজার ইসরাইলি।

বিজ্ঞাপন

এদিকে, দক্ষিণ গাজার খান ইউনিসে জড়ো হচ্ছেন ফিলিস্তিনিরা। প্রিয়জনের মুক্তির অপেক্ষায় রয়েছেন তারা। শত শত মুক্ত ফিলিস্তিনি শিগগিরই নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

হামাস ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে। এরইমধ্যে প্রথম দফায় সাত জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে। জিম্মিদের বিনিময়ে ইসরাইলে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার কথা রয়েছে। তাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। বন্দিদের মধ্যে ২২ শিশুও রয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন